অনন্ত জলিল ও বর্ষা
বাংলা সিনেমার তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। তাদের সিনেমা ঘিরে দর্শকের রয়েছে আলাদা ভালো লাগা। দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তারা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
জানা গেছে, আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে গতকাল শুক্রবার (৪ মার্চ) অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই সিনেমার গান।
সিনেমার গান প্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার ‘হাভেলি’ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘দিন দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় বিশ্বের প্রায় ৮০টি দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।
অনন্ত জলিল বলেন, এর আগে দুইবার সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। আশা করছি আসছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এরই অংশ হিসেবে আমরা ছবির গান প্রকাশ করেছি। আশা করছি আমাদের নতুন গান ভালো লাগবে।