ছবি : মীর ফরিদ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই এই মাইলফলক ছোঁঁয়া হয়ে যেত, যদি না মুশফিকুর রহিম আঙুলের চোটে পড়তেন। সেই চোট সারিয়ে গতকালই তিনি অনুশীলনে ফেরেন। তখনই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে, আজ শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শততম ম্যাচটা খেলা হয়ে যাবে ‘মি. ডিপেন্ডেবলের’।
এই উপলক্ষে আজ টসের আগে মুশফিকুর রহিমের হাতে বিশেষ স্মারক তুলে দেন জাতীয় দলের ‘টিম লিডার’ খালেদ মাহমুদ সুজন।
সতীর্থরা এসময় তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করেন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহর পর মুশফিক হলেন ১০০ টি-টোয়েন্টি খেলা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। ৯৬ ম্যাচ খেলে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় সাকিব আল হাসান।
আজকের ম্যাচের আগ পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি খেলা মুশফিক ৯০ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছেন ১৪৬৫ রান। যা বাংলাদেশি ব্যাটারদের মাঝে চতুর্থ সর্বোচ্চ। ১১৫ ম্যাচে ১৯৮১ রান নিয়ে শীর্ষে আছেন মাহমুদউল্লাহ। দুইয়ে আছেন সাকিব (১৮৯৯) আর তিনে আছে দেশের একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান তামিম ইকবাল (১৭০১)। এই ফরম্যাটে মুশফিকের গড় ১৯.৭৯ আর স্ট্রাইক রেট ১১৫.৩৫। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭২* রান। এই ফরম্যাটে তার ফিফটি আছে ৬টি।