খারকিভ ইকোপার্ক : বানাতে এক দশক, ধ্বংস এক দিনেই

ক্ষতিগ্রস্ত ইকোপার্ক

খারকিভের ফেল্ডম্যান ইকোপার্ক তৈরি করতে লেগেছিল পাক্কা দশটি বছর। আর এটি ধ্বংস করতে লেগেছে মাত্র এক দিন।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথাটা বলেছেন ‘ইকোপার্ক-কাম-চিড়িয়াখানা’টির পরিচালক ভিতালি ইলচেঙ্কো। প্রায় দুই হাজার প্রাণীর আবাস ৩৫৪ একরেরও বেশি আয়তনের এ চিড়িয়াখানাটি খারকিভ শহরের ঠিক বাইরেই।

যুদ্ধ শুরুর এক দিন আগে এর ফেসবুক পেইজে একটি বানরের ফল খাওয়ার ভিডিও দেখানো হয়। পরের দিনই ইকোপার্ক কর্তৃপক্ষ জানায়, সেখানে পাঁচটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে কিছুসংখ্যক প্রাণী হতাহতও হয়েছে। চিড়িয়াখানাটি পুনর্নির্মাণে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবকদের সহায়তা চাওয়া হয়েছে।

খারকিভ ইউক্রেনীয় অন্য কোনো শহরের মতো নয়। এর সব কিছুই বিশেষ। এর চিড়িয়াখানাটি তার অন্যতম উদাহরণ। এটি আকারে কিয়েভের চিড়িয়াখানার সাড়ে তিনগুণ। রাজধানীর চিড়িয়াখানার প্রায় অর্ধেক প্রাণী আছে এখানে।

kalerkantho

নবজাতকসহ কিয়াং গাধা জুটি

রুশ বাহিনীর রকেট পড়তে শুরু করলে চিড়িয়াখানার কর্মীরা কিছু ‘নিরীহ’ প্রাণীকে (যেমন হরিণ এবং মুজ ) বাঁচাতে তাদের ঘের থেকে পার্কের জঙ্গলে ছেড়ে দেন। আক্রমণের প্রথম সকালেই  রাশিয়ার গোলায় বানর, শজারু এবং র‌্যাকুনের কাচের খাঁচা ভেঙে যায়। ভীত প্রাণীগুলো যায় পালিয়ে।  

পরে চিড়িয়াখানার কর্মীরা তাদের খুঁজে বের করতে পেরেছেন। তবে তারা একজোড়া ঢোল কুকুরকে খুঁজে পাচ্ছেন না। এ জন্য স্থানীয়দের সাহায্য করার আহ্বান জানানো হয়েছে।

কিন্তু যুদ্ধও জীবনকে থামিয়ে রাখতে পারেনি। শীতের শেষদিনে, রাশিয়ার গ্রাদ রকেট হামলার পরই চিড়িয়াখানার কিয়াং (সবচেয়ে বড় আকারের বুনো গাধা) পরিবারে এসেছে নতুন অতিথি। নতুন সদস্যের আগমনের বার্তা জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ঘোষণা : ‘আমাদের পরাস্ত করা যাবে না। ’ 
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY