মারিউপোলে যুদ্ধবিরতি, বাসিন্দারা যে সুযোগ পাচ্ছেন

মারিউপোল শহরের মেয়র

ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিনে এসে দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি দিয়ে মানবিক করিডর চালুর সিদ্ধান্তে সম্মত হয়েছে উভয় পক্ষ। ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখার বাসিন্দাদের জন্য মানবিক করিডর খোলার সিদ্ধান্ত হয়েছে।

বিবিসি বলেছে, স্থানীয় সময় শনিবার সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে শহর দুটিতে।  

মারিউপোল শহর ছাড়তে ইচ্ছুকদের জাপোরিঝিয়ায় সরিয়ে নেওয়া হবে।

মারিউপোলের তিনটি স্থান থেকে গন্তব্যে রওনা হবে বাসগুলো।  

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও ওই রুটে যেতে পারবেন। ওই রুটের বাইরে চলাচল না করতেও বলা হয়েছে।

মারিউপোল শহরের মেয়র বলেছেন, মারিউপোল কোনো রাস্তা কিংবা বাড়ি নয়। এটা আবাসিক এলাকা।

তিনি আরো বলেছেন, দখলদারদের ক্রমাগত ও নির্মম গোলাগুলির মধ্যে বাসিন্দাদের … নিরাপদে মারিউপোল ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY