‘পালিয়ে যাইনি’- কিয়েভ কার্যালয় থেকে ভিডিওবার্তায় জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিন অতিবাহিত হচ্ছে। এই সময়ের মধ্যে দ্বিতীয়বার ভিডিও পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, তিনি পালিয়ে যাননি। জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন বলে রুশ গণমাধ্যমগুলো যে ভিত্তিহীন দাবি করেছে, তা উড়িয়ে দিতেই জেলেনস্কির ওই ভিডিও বার্তা।

আজ শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে জেলেনস্কিকে বলতে শোনা যায়, আমি কিয়েভেই আছি।

আমি এখানে কাজ করছি। কেউ কোথাও পালিয়ে যাইনি।

রুশ রাজনীতিবিদ ভিচেস্লাভ ভোলোডিন দাবি করেছেন, জেলেনস্কি পোল্যান্ডে পালিয়ে গেছেন। কারণ হিসেবে তাঁর যুক্তি- ইউক্রেনের সংসদ সদস্যদের কাছে পৌঁছাতে পারেননি জেলেনস্কি। রুশ গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জেলেনস্কি ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পালিয়ে গেছেন। আবার কেউ দাবি করেছেন, জেলেনস্কি মার্কিন প্রস্তাব গ্রহণ করে অন্যত্র চলে গেছেন।  

জেলেনস্কি বলেছেন, দুই দিন পরপর তথ্য আসছে আমি কোথাও পালিয়ে গেছি। ইউক্রেনে, কিয়েভ এবং আমরা অফিসেও নেই। আমিও এখনো আমার জায়গায় আছি। আন্দ্রি বোরিসোভিড এখানে। কেউ কোথাও পালিয়ে যাইনি। এখানে, আমরা কাজ করছি।

তিনি আরো বলেছেন, আমি হাঁটাহাঁটি পছন্দ করি। কিন্তু এখন আমাদের একেবারেই সময় নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY