গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গায়ক মিলন

গায়ক মিলন মাহমুদ।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গায়ক মিলন মাহমুদ। গতকাল হঠাৎ করেই তাঁর রক্তচাপ বেড়ে ২২০/১৮০ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষনে রয়েছেন।

kalerkantho

হাসপাতালের বেডে মিলন মাহমুদ। ছবি : সংগৃহীত।

মিলনের স্ত্রী সুমাইয়া জামান বলেন, ‘গতকাল মিলনের দুটি স্টেজ শো ছিল। একটি মিরপুর ও অন্যটি উত্তরায়। একদিনে দুটি শো নিয়ে সে বেশ চিন্তিত ছিল। দুপুর গড়াতে গড়াতে সে শারীরিকভাবে ভেঙে পড়ে। নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যায়। তখনও আমরা বুঝিনি তাঁর রক্তচাপ এতোটা বেড়ে গেছে। চিকিৎসক যখন জানালেন তার রক্তচাপ বেড়ে ২২০/১৮০ হয়ে গেছে  তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। যাহোক, চিকিৎসক বলেছেন, অবস্থা আপাতত স্থিতিশীল,  চিন্তামুক্ত থাকতে বলেছেন আমাদের। চিকিৎসকরা আশা করছেন খুব শিগগির মিলন বাসায় ফিরতে পারবেন। ’

উল্লেখ্য মিলন মাহমুদের গাওয়া ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘বায়না’, ‘মন যমুনা’সহ বেশ কয়েকটি গান জনপ্রিয়তা পেয়েছে।

LEAVE A REPLY