এতক্ষণে আমার জায়গা হতো কারাগারে : সেরেনা

মেক্সিকো ওপেনে ডাবলস ম্যাচ হেরে আম্পায়ারের চেয়ারে বার বার র‌্যাকেট দিয়ে আঘাত করে তাকে অসম্মান করেছিল জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ। এজন্য প্রতিযোগিতা থেকে নির্বাসিত হয়েছিলেন তিনি। ঘটনাটি এক মাস আগের। এবার তা নিয়ে মুখ খুললেন মার্কিন টেনিস তারকা সেরিনা উইলিয়ামস।

তিনি জানান,  তিনি এ রকম করলে হয়তো তাকে এতক্ষণে জেলে থাকতে হতো। এভাবেই পুরুষ খেলোয়াড় ও মহিলা খেলোয়াড়দের শাস্তিদানের বিভেদ নিয়ে সরব হয়েছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা।

মেক্সিকোর আকাপুলকোয় ওই এটিপি ৫০০ প্রতিযোগিতায় জেরেভ এই আচরণের জন্য নিজের দেশেও নিন্দিত হয়েছেন। এমনকি প্রতিযোগিতার আয়োজকেরাও তাকে ৪০ হাজার মার্কিন ডলার (৩০ লক্ষ টাকার বেশি) জরিমানা করেছেন। টিভিতে সম্প্রতি এই ঘটনা দেখেছেন সেরিনা। এরপরই সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেরিনা বলেছেন, ‍‘‍এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়। আমি যদি এ রকম করতাম, তাহলে এতক্ষণে আমার জায়গা হতো কারাগারে। কোনো রসিকতা না করেই কথাটা বলছি। একবার আমাকে সতর্কও করা হয়েছিল খুবই লঘু দোষে। ’

উল্লেখ্য, ২০০৯ সালে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে কিম ক্লিস্টার্সের বিরুদ্ধে খেলার সময়ে উত্তেজিত হয়ে আগ্রাসী আচরণ করায় সেরিনাকে দুই বছরের জন্য সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাকে এক লাখ পঁচাত্তর হাজার ডলার জরিমানাও করা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে সেরিনা বলেন, ‍‘দেখতেই পাচ্ছেন, দ্বিচারিতা কতটা। আমার চেয়েও বড় অপরাধ করে কম জরিমানা হয়েছে। ’

LEAVE A REPLY