মোহালিতে চলছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এই সিরিজের দলে সুযোগ না পেয়েই ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারতের বাঙালি উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং কোচ রাহুল দ্রাবিড়ের দিকে আঙুল তোলেন। শুধু তা-ই নয়, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট ফাঁস করে দাবি করেন, একজন সাংবাদিক তাকে ‘হুমকি’ দিয়েছেন।
এমন অভিযোগ পেয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিসিসিআই। সেই কমিটির কাছে হুমকিদাতার নাম প্রকাশ করেছেন ঋদ্ধিমান।
ভারতের দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ দাবি করেছে, তিন সদস্যের তদন্ত কমিটির কাছে ঋদ্ধিমান সাহা হুমকিদাতা হিসেবে বোরিয়া মজুমদারের নাম বলেছেন। যিনি একটি ক্রিকেট শো ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ সঞ্চালনা করেন। তদন্ত কমিটির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে ঋদ্ধিমান বলেন, ‘যা জানি, সমস্ত কিছুই বোর্ডকে বলেছি। সব তথ্য দিয়েছি। এই মুহূর্তে বেশি কিছু বলা সম্ভব নয়। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মিটিংয়ের বিষয়ে সংবাদমাধ্যমে মুখ না খুলতে। ‘
এরপর নিজের নাম এসেছে শুনে ক্ষোভে ফেটে পড়েন বোরিয়া মজুমদার। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘ঋদ্ধিমানের নামে মানহানির মামলা দায়ের করছি। সে আমার স্ক্রিনশট অবৈধভাবে বিকৃত করেছে। আজই ভারতীয় বোর্ডকে আমি সমস্ত তথ্য পাঠিয়েছি। এ ছাড়া টুইট করেও নিজের বক্তব্য উপস্থাপন করেছি। ‘
উল্লেখ্য, ঋদ্ধিমানের সেই শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট সাংবাদিক হুমকির সুরে বলছেন, ‘তুমি ফোন করলে না। আর কোনো দিন তোমার সাক্ষাৎকার নেব না। অপমান খুব সহজে ভুলি না। আমার এটা মনে থাকবে। ‘