ফুটবল মাঠে দর্শকদের মারামারি, আহত ২২

kalerkantho

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর শীর্ষ পর্যায়ের লিগে কুয়েরেতারো ও আটলাসের মধ্যকার ম্যাচে গ্যালারিতে সমর্থকদের মধ্যে মারামারিতে কমপক্ষে ২২ জন আহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দলের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়ায় ম্যাচের ৬৩ মিনিটের মাথায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।  

তখন পর্যন্ত স্বাগতিক কুয়েরেতারোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল আটলাস। কোরেগিদোরা স্টেডিয়ামের মাঠ এবং গ্যালারির এই দাঙ্গা ছড়িয়ে পড়ে বাইরেও।

মাঠের ভেতরে ঢুকে পড়ে দুই ক্লাবের মারমুখী সমর্থকরা। দুই দলের কিছু খেলোয়াড় ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে সমর্থকদের শান্ত করার চেষ্টা করেছিলেন।  

kalerkantho
kalerkantho

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুজন গুরুতর আহত হয়েছে এবং মোট ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। লিগা এমএক্সের সভাপতি মাইকেল আরিওলা বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সংহতি জানিয়ে রবিবারের সমস্ত ম্যাচ স্থগিত করা হয়েছে। ‘ তিনি টুইটারে লিখেছেন, ‘স্টেডিয়ামে নিরাপত্তার অভাবের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ‘ 

LEAVE A REPLY