ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ১০ ব্যক্তির ওপর বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছেন কানাডা।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এই ১০ ব্যক্তির মধ্যে সরকারের সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন। পুতিনের বড় বড় পৃষ্ঠপোষকরাও আছেন এই নিষেধাজ্ঞার আওতায়।এক সংবাদ সম্মেলনে ট্রুডো জানান, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির কাছ থেকে পাওয়া তালিকা ধরেই পুতিন ঘনিষ্ঠ লোকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সূত্র: বিবিসি