নিপুণের বিরুদ্ধে জায়েদের আবেদন, শুনানি রবিবার

জায়েদ খান ও নিপুণ

সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিষয়ক জায়েদ খানের আবেদনের শুনানি হবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।  

গত ২৪ ফেব্রুয়ারি করা আবেদনটি মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালতে উপস্থাপন করা হলে শুনানির দিন ঠিক করে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।  

জায়েদ খানের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।   সঙ্গে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি।

আইনজীবী আহসানুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। আগামী রবিবার শুনানির জন্য রাখা হয়েছে। ’ 

নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তার গত ৮ ফেব্রুয়ারি চেম্বার আদালতে আবেদন করেন। পরদিন সে আবেদনের শুনানি করে আদালত  হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ‘স্থিতাবস্থা’ দেন।  

চেম্বার বিচারক ওই দিন আদেশে বলে দেন, ‘আজকে হলো ৯ তারিখ। এই কয় দিন (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) কিচ্ছু হবে না। কেউ ঢুকবে না, আমি বলে দিচ্ছি। ’ পরে গত ১৪ ফেব্রুয়ারি আদেশে আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া ‘স্থগিতাদেশ’ ও ‘স্থিতাবস্থা’ অব্যাহত রাখার নির্দেশ দেন হাইকোর্টে এসংক্রান্ত রুল নিষ্পত্তি পর্যন্ত।  

কিন্তু নিপুণ আক্তার সর্বোচ্চ আদালতের আদেশ অর্থাৎ ‘স্থিতাবস্থা’ না মেনে সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন দাবি করে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে চেম্বার আদালতে আবেদন করেন জায়েদ খান। সে আবেদনের প্রাথমিক শুনানির পর তা আগামী রবিবার আপিল বিবভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখে আদেশ দেন চেম্বার আদালত।  

এদিকে কয়েক দফা রুল শুনানির পর নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ২ মার্চ রায় দেন হাইকোর্ট। আদালত রায়ে বলে দেন,  ‘জায়েদ খান সমিতির সাধারণ সম্পাদক পদে থাকবেন। ’ সে রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আাদলতে  আবেদন করেন নিপুণ আক্তার। তার এ আবেদনের শুনানির পর গত ৬ মার্চ হাইকোর্টের রায়ে স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।

আগামী ৪ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভটু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে নিপুণ আক্তারকে।

LEAVE A REPLY