‘সাকিব না থাকলে প্ল্যান বদলে যাবে; জোর করার তো কিছু নাই’

দেশের ক্রিকেটে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা থাকলেও, ঘোষিত ওয়ানডে আর টেস্ট দলে নাম থাকলেও সাকিব হুট করেই গত পরশু দুবাই যাওয়ার আগে বলে যান, তিনি দক্ষিণ আফ্রিকা সফরেই যাবেন না! এ বিষয়ে গতকাল সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ মঙ্গলবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিবকে জোর করে খেলানোর কিছু নেই।

সুজন বলেন, ‘আপনারাও যেমন শুনেছেন, আমিও শুনেছি।

এর বেশি কিছু বলতে পারব না। আমি আসলে জানি না, সাকিব কেন এমন বলে গেল। আমরা তো জানতাম সে দক্ষিণ আফ্রিকায় যাবে, ওয়ানডেও খেলবে, টেস্টও খেলবে। এখন সাকিব কেন এমন কথা বলেছে সেটা ওর সাথে কথা না বলে তো বলতে পারব না। জিনিসটা এখানেই থাক। ও আসুক, তখন কথা হবে যে সে কেন যেতে চাচ্ছে না। সে যদি মানসিক ও শারীরিকভাবে ফিট না থাকে, তাহলে জোর করার তো কিছু নাই। ক্রিকেট তো মানসিক খেলা। সেটা তো কঠিন হয়ে যাবে। ‘

গতকাল নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব অন্তত খালেদ মাহমুদ সুজনকে না খেলার কারণটা জানাতে পারতেন। এ ব্যাপারে সুজন বলেন, “অবশ্যই সে আমাকে জানাতে পারত। কেন জানায়নি সেটা তো বলতে পারব না। তার সঙ্গে কিছুদিন আগে কথা হয়েছে। সবই ঠিক ছিল। হয়তো সময় পায়নি, তাই জালাল ভাইকে বলে গেছে। আমরা তো সব সময় প্ল্যান ‘এ’, ‘বি’, ‘সি’ করে রাখি। সাকিব থাকলে এক রকম, সাকিব না থাকলে আরেক রকম। নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি, তামিম-সাকিব কেউ ছিল না। সাকিব না থাকলে প্ল্যান বদলে যাবে। আমরা একজন বাড়তি ব্যাটার ও বোলার নেব। এতে সুবিধা হবে যেটা সাকিব না থাকলে হয় না। দিনশেষে আপনাকে দেশের হয়েই মাঠে নামতে হবে। “

LEAVE A REPLY