পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন না, নিজেই স্বীকার করলেন ফারদিন

ফারদিন খান

বলিউডে বিখ্যাতদের পুত্র-কন্যাদের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ পুরনো। গেল কয়েক বছর তো স্বজনপ্রীতি নিয়ে নানা বিতর্ক হয়েছে। বেশির ভাগ পুরস্কার নাকি কাজ নয়, চেহারা দেখেই দেওয়া হয় এটাও তো অনেকটা ‘ওপেন সিক্রেট’। তবে পুরস্কার পাওয়া কেউ এ নিয়ে মুখ খোলেননি।

সাহসটা দেখালেন ফারদিন খান। প্রায় এক যুগ পর বড় পর্দায় প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এই রোমান্টিক নায়ক জানালেন, অভিষেক ছবিতে যে পুরস্কার তিনি পেয়েছিলেন সেটার যোগ্য ছিলেন না তিনি।  

১৯৯৮ সালে ‘প্রেম আগান’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান তিনি। ফারদিন বলিউড হাঙ্গামাকে বলেন, ‘তখন বলিউডে কিছু অলিখিত নিয়ম চালু ছিল, তাই এ পুরস্কার পেয়েছিলাম। এই পুরস্কারের জন্য একেবারেই যোগ্য ছিলাম না। আমার অভিনয়ও খুবই জঘন্য হয়, ছবিটিও একেবারে ফ্লপ হয়। এখন যখন ওই ছবি দেখি আঁতকে উঠি, এত জঘন্য অভিনয় করেছিলাম!’

জঘন্য অভিনয় করেও পুরস্কার জুটলেও ফারদিনের জীবনে নেমে আসে অর্থনৈতিক দুর্দশা। সেই স্মৃতি মনে করে ফারদিন বলেন, ‘প্রথম ছবি মুক্তির আগে অনেকগুলো প্রস্তাব পাই, অগ্রিম টাকাও পাই। কিন্তু ওই ছবিতে জঘন্য অভিনয় দেখে সবাই আমাকে বাদ দেয়, টাকা ফেরত চায়। কিছু টাকা আগেই আমি খরচ করায় খুব চাপে ছিলাম। এক বছর হাতে কোনো কাজ ছিল না। ’

ছেলের এমন দুরবস্থায় এগিয়ে আসেন বাবা ফিরোজ খান। ‘বাবা বলেন, চিন্তা নেই এক বছর তোমার সব দায়িত্ব আমার। এরপর কিন্তু নিজেরটা নিজেই বুঝে নিতে হবে। তিনি প্রতি মাসে ৫০ হাজার রুপি হাতখরচ দিতেন। তবে সেটা যথেষ্ট ছিল না। কারণ আমি আগেই গাড়ি কিনি। যার কিস্তি বাবদ মাসে ২২ হাজার শোধ করতে হতো। ’

এত কঠিন পরিস্থিতি সামলে কিভাগে ঘুরে দাঁড়ালেন সে কথাও জানান অভিনেতা, “এক বছর আমি নিজেকে তৈরি করেছি। হিন্দি উচ্চারণ স্পষ্ট করা, অভিনয়ের টুকটাক ব্যাপারগুলো নিয়ে কাজ করেছি। এরপর রামগোপাল ভার্মা আমাকে ‘জঙ্গল’ ছবিতে নেন উর্মিলা মাতেন্ডকরের সঙ্গে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কারণ তখন কেউ আমার সঙ্গে কাজ করতে চাইত না। ”
উল্লেখ্য, ‘জঙ্গল’-এর পর ফারদিনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, তরতর করে সামনে এগিয়েছেন।

দুই বছর আগে ‘আরিয়া’ দিয়ে অভিনয়ে ফিরে প্রশংসিত হন ফারদিন। তবে সেটা ছিল ওয়েবে, এবার ফিরছেন বড় পর্দায়। পাক্কা এগারো বছর পর সঞ্জয় গুপ্তর ছবি ‘বিস্ফোট’-এ দেখা যাবে ফারদিনকে।  

সূত্র : বলিউড হাঙ্গামা।

LEAVE A REPLY