শিল্পীদের নিয়ে যা খুশি বলা যাবে না : ওমর সানী

ওমর সানী ও অরুণা বিশ্বাস

কু-ইঙ্গিতপূর্ণ কথা বলে ভিডিও প্রকাশ করার অভিযোগে নির্মাতা মালেক আফসারীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাসের এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখছেন ওমর সানী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অভিমত জানিয়ে ওমর সানী বলছেন, ‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবেন, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক।

ওমর সানী এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেতার সমসাময়িক বিষয়গুলোতে যে শ্যেন দৃষ্টি থাকে তা আরো স্পষ্ট হলো। ঢাকার বাইরে থেকেই তিনি অরুণা বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন। ফেসবুকে অরুণা বিশ্বাসকে দোস্ত হিসেবে অভিহিত করে বলছেন, ‘অরুণা তোমার খুব ভালো উদ্যোগ…. দোস্ত। ’

নির্মাতা মালেক আফসারীর বিরুদ্ধে জিডিতে অরুণা বিশ্বাস উল্লেখ করেছেন, মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ ৷ এতে সামাজিকভাবে আমার সম্মানহানি হয়েছে। আমি তাঁকে ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে করা।

আখেরি হামলা খ্যাত অভিনেতা ওমর সানী অরুণাকে শুধু সমর্থনই জানালেন না, একই সঙ্গে এমনভাবে কথা বলার বিরুদ্ধে এক প্রকার নজরদারি রাখার কথাও বললেন।  বললেন,  ‘আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিত তথ্য মন্ত্রণালয়ের…’ 

কক্সবাজারে নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে পাঁচ তারকা হোটেল ‘স্যান্ডি ল্যান্ড’। ’ পুত্র ফারদিনকে এই প্রজেক্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে বাবা ওমর সানী  ছেলে ফারদিন দুজনই কক্সবাজারে গিয়েছেন এই প্রকল্পের কাজে।

LEAVE A REPLY