এএইচএফ কাপ শুরুর দুই দিন আগে নিজেদের নাম প্রত্যাহার করে নিল চীন। চীন না আসায় ৯ দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর এবং বদলে গেছে টুর্নামেন্টের সূচি। ‘এ’ গ্রুপে এক দল কমে চার দল এবং ‘বি’ গ্রুপে পাঁচ দলই থাকছে।
আগামী ১১ থেকে ২০ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ মার্চ স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে। এরপর ১৪ মার্চ সিঙ্গাপুর, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদশ। ১৯মার্চ সেমিফাইনাল এবং ফাইনাল ২০মার্চ।
এএইচএফ কাপের সর্বশেষ তিন আসরেই (২০০৮, ২০১২ ও ২০১৬) চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ হকি দল। এবারের আসরে সেরা পাঁচে থাকতে পারলে আসন্ন এশিয়ান গেমস এবং সেরা তিনের মধ্যে থাকলে এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।