রাশিয়ার তেল কিনবে না শেল

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি কম্পানি শেল (আরডিএসএ) আজ মঙ্গলবার রাশিয়ার সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছেদ করার কথা ঘোষণা করেছে। কম্পানিটি বলছে, তারা অবিলম্বে রাশিয়ার অপরিশোধিত তেল কেনাকাটা ও সে দেশে তার স্টেশনগুলো বন্ধ করে দেবে।

গত সপ্তাহে শেলের হ্রাসকৃত দামে রাশিয়ার তেল কেনার সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়ে। কম্পানির প্রধান ভ্যান বিউর্ডেন রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়ে আজ বলেছেন, ‘গত সপ্তাহে আমরা রাশিয়ার তেল কেনার যে সিদ্ধান্ত নিয়েছি, তা ছিল ভুল।

পশ্চিমারা তাদের তেল নিষিদ্ধ করলে দাম অনেক বেড়ে যেতে পারে বলে সোমবার সতর্ক করে দিয়েছিল রাশিয়া। দেশটি বলেছিল, এর জবাবে জার্মানি পর্যন্ত যাওয়া মূল গ্যাস নর্ড স্ট্রিম ১ পাইপলাইনও বন্ধ করে দিতে পারে মস্কো। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তাদের তেল প্রত্যাখ্যান করা হলে মূল্য দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ৩০০ ডলারে উঠে যেতে পারে।  
সূত্র: রয়টার্স

LEAVE A REPLY