খাবারের দাম বাড়তে পারে, সম্ভাব্য প্রভাব বিপর্যয়কর

ডেভিড বিসলে

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) প্রধান ডেভিড বিসলে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে সংঘাত বিশ্বব্যাপী খাবারের দাম বাড়াতে পারে, যা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোতে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।

ইউক্রেন ও রাশিয়া মৌলিক খাদ্যপণ্যের প্রধান উৎপাদক। সেখানে সংঘাতের কারণে এরই মধ্যে শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসলে বলেন, এই যুদ্ধ বিশ্বব্যাপী আরো অনেক মানুষকে ক্ষুধার মুখে ঠেলে দিচ্ছে।

তিনি আরো বলেন, ‘আপনি যখন ভাবেন, পৃথিবীতে নরকের চেয়ে খারাপ কিছু হতে পারে না, কিন্তু সেটাই হচ্ছে। ‘

রাশিয়া ও ইউক্রেন একসময় ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলে পরিচিত ছিল। বিশ্বে গমের এক-চতুর্থাংশ এবং বীজ ও তেলের মতো সানফ্লাওয়ার পণ্যের অর্ধেক রপ্তানি করে দেশ দুটি। এ ছাড়া ইউক্রেন বিশ্বব্যাপী প্রচুর ভুট্টা বিক্রি করে থাকে। বিশ্লেষকরা সতর্ক করেন, এই যুদ্ধ শস্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে এবং গমের দাম দ্বিগুণ করতে পারে।

বিসলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের বিজনেস ডেইলি অনুষ্ঠানে বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার আগেই গত চার বছরে জলবায়ুর পরিবর্তন, সংঘাত এবং করোনা মহামারির কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী সম্ভাব্য ক্ষুধার্ত মানুষের সংখ্যা আট কোটি থেকে ২৭ কোটি ৬০ লাখে দাঁড়িয়েছে। বর্তমানে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে ব্যাপক পরিমাণে শস্য আমদানি করা, দেশগুলো বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY