সুমি শহর থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজ শেষ

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমিতে বিধ্বস্ত বাড়ি-ঘর। ছবি: রয়টার্স/বিবিসি

যুদ্ধকবলিত ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ সফলভাবে শেষ হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তরের উপপ্রধান কিরিলো তাইমোশেঙ্কো বলেছেন, ‘প্রায় পাঁচ হাজার মানুষ এবং এক হাজারের বেশি ব্যক্তিগত যানবাহন  এরই মধ্যে নিরাপদ স্থানে পৌঁছেছে। ’

তাইমোশেঙ্কো বুধবার সকালের দিকে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি রেলস্টেশনে সুমি শহর ছেড়ে আসা লোকজনের ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। তিনি আর কিছু বিস্তারিত জানাননি।

ভিডিওটি অন্য কোনো সূত্র থেকে যাচাই করা হয়নি।  

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, সুমি শহরের কিছু অংশ রুশ বোমাবর্ষণে গুঁড়িয়ে গেছে। রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত এ শহরে রুশ বাহিনী কয়েক দিন ধরে প্রচণ্ড বোমাবর্ষণ করেছে। শুধু সোমবারই সেখানে রাশিয়ার বিমান হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY