ইউক্রেন ছেড়ে গেলে আর মানুষ থাকব না : জেলেনস্কি

ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকব, তবে আর একজন মানুষ থাকব না’, দেশে রয়ে যাওয়া প্রসঙ্গে মার্কিন নেটওয়ার্ক এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। রাশিয়ার হামলার শুরুতে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার জন্য দেশত্যাগের প্রস্তাব দিয়েছিল।

এবিসি নিউজকে জেলেনস্কি বলেন, ‘আমি আমার দেশের একজন নাগরিক, একজন বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ইউক্রেন ছেড়ে গেলে বেঁচে থাকলেও আর মানুষ থাকব না।

ন্যাটো এবং নিরাপত্তা উদ্বেগ নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভবিষ্যতের জন্য সব প্রতিবেশীর সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি হওয়া উচিত। রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ নিয়ে ইউক্রেনীয় জনগণ রাশিয়ার চরমপত্রের জন্য প্রস্তুত নয়। তবে যারা ইউক্রেনের অংশ থাকতে চায় তারা যেন ইউক্রেনে বসবাস করতে পারে সেটা গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারটি ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিডিও লিংকের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের কমন্সসভায় ঐতিহাসিক ভাষণ দেন। তিনি সেখানে অনমনীয় মনোভাব দেখিয়ে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ‘বনে-জঙ্গলে, প্রান্তরে, উপকূলে’ লড়বে ইউক্রেনীয়রা। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY