আমরা লড়ব বনে, প্রান্তরে, সাগরতীরে, রাস্তায় : জেলেনস্কি

ব্রিটিশ পার্লামেন্টে ভিডিও লিংকের মাধ্যমে জেলেনস্কির ব্যতিক্রমধর্মী ভাষণ। ছবি: বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে যুক্তরাজ্যের এমপিদের উদ্দেশ্যে এক অভূতপূর্ব ভাষণ দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাজ্যের নেতা উইনস্টন চার্চিলকে অনুসরণ করে তিনি এতে বলেন, ‘আমরা যুদ্ধ করব বনে-জঙ্গলে, প্রান্তরে, সাগরতীরে, রাস্তায়। ’

জেলেনস্কি কিয়েভ থেকে ভার্চুয়ালি ভাষণ দেন। এই প্রথমবারের মতো কোনো বিদেশি নেতা কমন্সসভার অধিবেশন কক্ষে ভাষণ দিলেনে।

বিদেশি নেতারা সাধারণত ওয়েস্টমিনস্টার হলে বক্তব্য দেন।  
ভাষণের শুরুতে ব্রিটিশ এমপিরা উঠে দাঁড়িয়ে জেলেনস্কিকে অভিবাদন জানান। জেলেনস্কি এ সময় বলেন, ইউক্রেন লড়াই চালিয়ে যাবে। হাল ছাড়বে না।

জেলেনস্কি তার ভাষণে ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের উদ্ধৃতি দেন। তিনি সমর্থনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ধন্যবাদ জানান এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর আহ্বান জানান। জেলেনস্কি বলেন, ‘আমরা হাল ছাড়ব না। হারব না। আমরা আমাদের ভূমির জন্য লড়াই চালিয়ে যাব, যা-ই ঘটুক না কেন। ’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী লেবার দলীয় নেতা স্যার কেয়ার স্টারমার জেলেনস্কির সাহসিকতা, সংকল্প এবং নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সাধারণ ইউক্রেনীয়রা তাদের সাহস দিয়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের এ অভিযান ব্যর্থ না হওয়া এবং ইউক্রেন ‘আরো একবার’ মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সম্ভাব্য সব কৌশল ব্যবহার করবে।

উইনস্টন চার্চিলের বিখ্যাত ১৯৪০ সালের বক্তৃতার ‘আমরা সমুদ্রসৈকতে যুদ্ধ করব’ কথাটি প্রতিধ্বনিত করে জেলেনস্কি বলেন, ‘আমরা সমুদ্রে, আকাশে শেষ পর্যন্ত লড়াই করব। আমরা আমাদের ভূমির জন্য লড়াই চালিয়ে যাব, যা-ই ঘটুক না কেন। আমরা লড়াই করব বনে-জঙ্গলে, প্রান্তরে, সাগরতীরে, রাস্তায়। ’

জেলেনস্কির ভাষণের আগে কমন্সসভার অধিবেশন কক্ষ ছিল পরিপূর্ণ। মন্ত্রিসভা এবং ছায়া মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। গ্যালারিতে ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। সূত্র : বিবিসি।

LEAVE A REPLY