ছেলের বৌ হিসেবে পরীমনি কেমন, জানালেন শাশুড়ি

জাহানারা বেগমের ছেলে শরীফুল রাজ ও পুত্রবধূ পরীমনি

সাম্প্রতিক সময়ে পরীমনি নানা কারণেই আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। আবার জীবনের নতুন অধ্যায়ও শুরু করলেন এরইমধ্যে। শরীফুল রাজকে বিয়ে করে এখন তাদের আনন্দের সংসার। সামনেই মা হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী।

এসবের মাঝেই বুধবার পরীমনি ও রাজের ‘গুণিন’ চলচ্চিত্রের প্রিমিয়ারে আরেকবার বিয়ে হয়ে গেল।

এই ছবির প্রিমিয়ারে পরীমণির নানা ও শাশুড়ি হাজির হন। ছবিটি দেখার পর পুত্রবধূ ও ছেলে শরিফুল রাজ অভিনীত ‘গুণিন’ বেশ ভাল লেগেছে বলে জানিয়েছেন জাহানারা বেগম। সিনেমা ভালো কিন্তু নিজের পুত্রবধূ কেমন? 

এমন প্রশ্নের জবাব দিতে করেননি জাহানার বেগম। বললেন, ‘আমার পুত্রবধূ অনেক ভালো, আমাকে নিজে হাতে রান্না করে খাওয়ায়; মায়া মহব্বত করে। আমাকে আম্মু বলে ডাক দেয়… অনেক খেয়াল করে, আদর যত্ন করে। ’

পরীমনিতে যে শাশুড়ি জাহানার মুগ্ধ কিংবা পরীমনি যে শাশুড়ির মন জয় করে নিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। জাহানারা বেগমের ভাষ্য, ‘পরীমণি অন্য নায়িকাদের মতো না। ওকে পূত্রবধু হিসেবে পেয়ে আমি দারুণ খুশি। পরীর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুবই প্রিয় হয়ে উঠেছে ইতোমধ্যে। ’


এই ‘গুণিন’ চলচ্চিত্রের মাধ্যমেই পরীমনি ও রাজ পরস্পরের নিকটে আসেন। ছবির মুখ্য চরিত্রে দুজন অভিনয় করছেন। ছবিটি আগামীকাল ১১ মার্চ দেশের ২০টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুনিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য

LEAVE A REPLY