একদিন থাপ্পড় মেরেছিলেন, এবার শ্রীশান্তকে শুভকামনা জানালেন হরভজন

অনেক কারণেই প্রথম আইপিএল ছিল ঘটনাবহুল এবং স্মরণীয়। সেই আসরে তৈরি বিকর্তগুলোর মাঝে অন্যতম হলো পেস তারকা শান্তাকুমারন শ্রীশান্তকে হরভজন সিংয়ের থাপ্পড়। সেই হরভজন তো আগেই অবসর নিয়েছেন। আর গতকাল বুধবার ক্রিকেটকে বিদায় জানালেন ফিক্সিং করে ক্যারিয়ারের বারোটা বাজানো শ্রীশান্ত।

বিজ্ঞাপনতাদের কেউই হয়তো সেই ঝামেলা আর মনে রাখেননি।

২০০৫ সালে অভিষেকের পর ৫৩ ওয়ানডেতে ৭৫ উইকেট আর ২৭ টেস্টে ৮৭ উইকেট নিয়েছেন শ্রীশান্ত। তিনি অবসর ঘোষণার পর টুইটারে শুভেচ্ছা জানিয়ে হরভজন লিখেন, ‘ভালো থেকো শেন্টা। ‘ জবাবে শ্রীশান্ত লিখেছেন, ‘অনেক ধন্যবাদ ভাজ্জি পা। তোমার এবং তোমার পরিবারের প্রতি অনেক ভালবাসা এবং শ্রদ্ধা। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ‘

২০০৮ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে জিতে যায় পাঞ্জাব। তাদের দলের হয়ে খেলা শ্রীশান্ত ম্যাচের পর সমবেদনা জানাতে গিয়েছিলেন হরভজনকে। কিন্তু হরভজন রেগে গিয়ে শ্রীশান্তকে সপাটে চড় মেরে বসেন! শ্রীশান্তের কান্নার সেই দৃশ্য আজও অনেকের চোখে ভাসে। ওই ঘটনার পর হরভজন নির্বাসিত হয়েছিলেন। পরে ক্ষমাও চেয়ে নেন নিজের আচরণের জন্য।

LEAVE A REPLY