‘গণহত্যার’ নিন্দা ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার

ওলেনা জেলেনস্কা

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা দেশটির বেসামরিক নাগরিকদের ‘গণহত্যার’ নিন্দা জানিয়ে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে একটি আবেগঘন বক্তব্য দিয়েছেন।

বোমা হামলায় মারা যাওয়া তিনটি শিশুর নাম উল্লেখ করে তিনি শিশুদের হতাহতের ওপর মনোযোগ টানেন। ফার্স্টলেডি বলেন, ইউক্রেন শান্তি চায় কিন্তু দেশটি তার সীমান্ত ও পরিচয় রক্ষা করবে।

৪৪ বছর বয়সী ওলেনা জেলেনস্কার অবস্থান অজানা।

তার স্বামী প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, তার পরিবার রাশিয়ার সেনাদের লক্ষ্যবস্তু।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত একটি ইংরেজি ভাষার খোলা চিঠিতে জেলেনস্কা বলেছেন, তিনি সাক্ষাৎকারের জন্য অসংখ্য অনুরোধ পেয়েছেন। তার চিঠিটি এর উত্তর হিসাবে কাজ করেছে।

ওলেনা বলেন, রাশিয়ার আগ্রাসনের বিষয়টি ‘বিশ্বাস করা অসম্ভব। আমাদের দেশ শান্তিপূর্ণ ছিল; আমাদের শহর এবং গ্রামগুলো ছিল প্রাণবন্ত। ’ সূত্র: বিবিসি

LEAVE A REPLY