ইউক্রেনীয় সেনার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইউক্রেনে হামলা চালাতে গিয়ে প্রথম দুই সপ্তাহে রাশিয়ার পাঁচ থেকে ছয় হাজার সৈন্য নিহত হয়েছে। সিবিএস নিউজের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার সৈন্য আহতের সংখ্যা ১৫ থেকে ১৮ হাজার হতে পারে। মার্কিন কর্মকর্তাদের ধারণা, আহতের হার নিহতদের সংখ্যার তিন গুণ।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক রুশ সৈন্য হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কিছু লড়াইয়ের সঙ্গে মিলে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ইউক্রেনের দাবি, লড়াইয়ে ১২ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। তবে গত সপ্তাহে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে তাদের সৈন্য নিহতের সংখ্যা পাঁচ শর কম।
তবে কোনো দাবির ব্যাপারে সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : বিবিসি।