ইউক্রেনে হামলা নিয়ে সমস্যায় সুইডেনবাসী রুশরা

সুইডেনে বসবাসরত সাধারণ রুশরা অভিযোগ করছেন যে ইউক্রেন যুদ্ধের কারণে তাঁদের প্রতিনিয়ত কর্মস্থলসহ ঘরের বাইরে সুইডিশদের বিরূপ আচরণের সম্মুখীন হতে হচ্ছে।  

কালের কণ্ঠের এই প্রতিবেদক সুইডেনে থাকা বেশ কয়েকজন রুশ নাগরিকের সঙ্গে কথা বলে জানতে পারেন, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর থেকে তাঁরা নিজে বা আত্মীয়-স্বজনরা বিভিন্নভাবে হয়রানি ও হিংসাত্মক আক্রমণের শিকার হচ্ছেন। রাজধানী স্টকহোমসহ সুইডেনের বড় শহরগুলোতে এ ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে।  

রাজধানী স্টকহোমের এক রুশ ক্যাফের মালিক এই প্রতিবেদককে বলেন, ‘সুইডিশ মিডিয়ার উপস্থাপনা দেখে ও শুনে মনে হচ্ছে, রাশিয়ার সবাই ইউক্রেন হামলার পেছনে দায়ী।

এই ক্যাফেমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি প্রতিদিন বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকিমূলক ফোন ও হিংসাত্মক খুদে বার্তা পাচ্ছেন। অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পরে তিনি ফেসবুকের মাধ্যমে এর নিন্দা জানানো সত্ত্বেও রেহাই পাচ্ছেন না।

সুইডেনের জাতীয় টেলিভিশন এসভিটির সাংবাদিককে কয়েকটি ঘটনার বর্ণনা দেন এক রুশ ব্যবসায়ী। এরপর অনেকে সহমর্মিতা দেখিয়েছেন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গ্রাহকের সংখ্যা বেড়েছে। তবে একশ্রেণির লোকের আক্রমণাত্মক মন্তব্য অব্যাহত রয়েছে।  

kalerkantho

সুইডেনে বসবাসরত এক রুশ বলেন, ‘এটা যদি ইউক্রেনীয়দের তরফ থেকে আসত, তবে না হয় বুঝতাম। কারণ তাদের পরিবার বোমা হামলার শিকার হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে অনেক ইউক্রেনীয় গ্রাহক আছেন।   তারা আমাদের কাছে ঠিকই আসছেন। তাঁরা বোঝেন এই হামলার পেছনে রাশিয়ার সাধারণ মানুষ জড়িত নয়। ‘ 

সুইডেনের রুশরা অভিযোগ করছেন, স্থানীয় গণমাধ্যম অসতর্কভাবে খবর প্রকাশ করছে। বোঝার চেষ্টা করছে না যে যুদ্ধটা মূলত রাশিয়ার সরকারের, রাশিয়ার মানুষের নয়।  

সুইডেনের রুশ ফেডারেশনের চেয়ারম্যান লুদমিলা সিগেল সংবাদমাধ্যমে বলেছেন, তিনিও অপরিচিতদের কাছ থেকে আক্রমণাত্মক ফোন কল পেয়েছেন। সুইডেনে রুশভাষী শিশুরাও হয়রানির শিকার হয়েছে।  

সম্প্রতি সুইডেনের রাশিয়ান ফেডারেশন স্টকহোমে তাঁদের বড় উৎসব ‘মাসলেনিত্সা’ উদযাপনের পরিকল্পনা করেছিল। কিন্তু বিভিন্ন হুমকি পাওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

LEAVE A REPLY