সরকারের পতন ঘটাতে আন্দোলন করতে হবে : যুবদল

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, গুম-খুন করে সরকার ক্ষমতায় টিকে থাকা যাবে না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

আজ বৃহস্পতিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

এসএম জাহাঙ্গীর বলেন, আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

এখন চালের কেজি ৭০-৮০ টাকা। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বললেও লাখ লাখ মানুষ বেকার।

কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মোরতাজুল করিম বাদরু বলেন, বর্তমান সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাল, ডাল, তেল, গ্যাস মূল্যবৃদ্ধি, কেন নিত্যপণ্য ক্রয়ক্ষমতার বাইরে? কারণ বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। যে যার মতো লুটেপুটে খাচ্ছে।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্ব ও সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নেতা আনসার উদ্দিন, জাকির হোসেন উজ্জল, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।

LEAVE A REPLY