চেন্নাইয়ের মসজিদে ইরফান সাজ্জাদের সুন্দর একটি অভিজ্ঞতা

ইরফান সাজ্জাদ, এ সময়ে যে কজন অভিনয়শিল্পী কাজ নিয়ে আলোচনায় রয়েছেন তাদের মধ্যে একজন তিনি। এই মুহূর্তে ইরফান সাজ্জাদ ভারতের কয়েকটি শহরে ঘুরছেন। কেন? চেন্নাই থেকেই মুঠোফোনে জানালেন, গিয়েছেন ব্যক্তিগত কাজে। এরই মধ্যে ঘুরে বেড়াছেন শহরটায়।

শহরের পাড়া-মহল্লার বৈচিত্র্য দেখছেন।

দুপুরে চেন্নাই শহরের একটি মসজিদে নামাজ আদায় করলেন। ছোট্ট একটি অভিজ্ঞতা শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘চেন্নাইয়ে একটা ভালো ব্যাপার হলো- এখানে মসজিদ থেকে জুতা চুরি হয় না। ব্যাপারটা ভালো লাগছে। জুমার দিন ভালো থাকুন। ’

অভিজ্ঞতা যুক্ত করে বললেন, ‘আমি যে শহরে যাই সেখানকার সংস্কৃতি দেখার চেষ্টা করি, সেখানের মানুষদের বোঝার চেষ্টা করি। এখান থেকে যাব হায়দরাবাদে। সেখানেও একটু কাজ আছে। হ্যাঁ, অবশ্যই ফিল্ম সিটিতে যাব। ’

ইরফান সাজ্জাদ ২০১৩ ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম-চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তাঁর যাত্রা শুরু করেন।   প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু।  

মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ইরফান সাজ্জাদ। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ভালোবাসা এমনই হয়, যেটি মুক্তি পায় ২৭ জানুয়ারি ২০১৭-তে। এই চলচ্চিত্রে তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা সাহা মিম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেন আরেক অভিনেত্রী তানিয়া আহমেদ।

LEAVE A REPLY