রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে পিএসজির পরাজয়ের থেকেও আলোচনায় চলে আসে সুপারস্টার নেইমার এবং তার সতীর্থ জিয়ানলুইজি দোন্নারুম্মার মারামারির বিষয়টি। ম্যাচের শেষে পিএসজির দুই সতীর্থ নাকি ড্রেসিংরুমে গিয়ে মারামারি করেন! স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমন সংবাদ প্রকাশ করলে তা দ্রুত ফুটবলবিশ্বে ছড়িয়ে যায়।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং নেইমার। পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এখানে (ইনস্টাগ্রাম) এসে খবর নিয়ে কথা বলতে ঘৃণা করি।
কিন্তু আগের খবরটি ভুয়া। ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি। অদক্ষ সংবাদকর্মীরা নিজেদের বাজার ধরতে চায়, এটাতে তো হলো না, পরেরটা চেষ্টা করে দেখুন। ‘
শুধু তাই নয়, দোন্নারুম্মার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের স্ক্রিনশটও প্রকাশ করেছেন নেইমার। যাতে দেখা যাচ্ছে, পিএসজির ইতালিয়ান গোলকিপারকে সান্ত্বনা দিয়ে নেইমার লিখেছেন, ‘শান্ত হও। ফুটবলে এমন হয়। আমরা একটি দল এবং সবাই তোমার পাশে আছে। তুমি বয়সে তরুণ এবং অনেক কিছুই জিতবে। ব্যাপারটা ভুলে সামনে এগিয়ে যাও। ‘
উল্লেখ্য, গত পরশু রাতে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। মার্কার প্রতিবেদনে দাবি করা হয়েছে, হারের পর ড্রেসিংরুমে গিয়ে তিনটি গোল হজম করা নিয়ে নেইমার এবং দোন্নারুম্মা কথা কাটাকাটি শুরু করেন। সেটা এক পর্যায়ে নাকি হাতাহাতিতে রূপ নিয়েছিল। বাকিরা এসে তাদের আলাদা করে পরিস্থিতি সামলান।