টানা বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএলেও কোনো দল তাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। ভারতের টেস্ট ব্যাটারের তকমা পাওয়া চেতেশ্বর পূজারা ফর্মে ফেরার জন্য বড় সুযোগ পাচ্ছেন। আগামী গ্রীষ্মে কাউন্টি চ্যাম্পিয়নশিপ দল সাসেক্সের হয়ে খেলতে দেখা যাবে ভারতের ডানহাতি এই ব্যাটারকে।
সাসেক্সে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেডের জায়গায় যোগ দেবেন পূজারা। গতকাল বৃহস্পতিবার কাউন্টি দলটি এই ঘোষণা দিয়েছে। সাসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট তো বটেই লিস্ট-এ ম্যাচেও অংশ নেবেন পূজারা। এর আগে তিনি কাউন্টিতে নটিংহ্যামশায়ার এবং ইয়র্কশায়ারের হয়ে খেলেছেন।
এক বিবৃতিতে সাসেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘টানা আন্তর্জাতিক ম্যাচ এবং সন্তান জন্মের জন্য ট্র্যাভিস হেড ক্লাবের কাছে রিলিজ চেয়েছেন। সেই প্রস্তাবে রাজি হয়ে ক্লাব পূজারাকে তার জায়গায় সাক্ষর করানো হচ্ছে। যিনি ২০২২ সালে অধিকাংশ সময়ই সাসেক্সে খেলবেন। চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন এবং ঘরোয়া ওয়ানডে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পর্যন্ত খেলবেন। ‘
এপ্রিলের ৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কাউন্টি মৌসুম। সাসেক্স প্রথম ম্যাচ খেলবে ১৪ এপ্রিল ডার্বিশায়ারের বিপক্ষে। সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর। ৯৩ টেস্টে ১৮ সেঞ্চুরিসহ ৬৭১৩ রান করা পূজারা বলেছেন, ‘ঐতিহাসিক সাসেক্স ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত এবং সম্মানিত। কাউন্টি ক্রিকেট সবসময়ই উপভোগ করি। আশা করি ক্লাবের সাফল্যে অবদান রাখতে পারব। ‘