যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে নেই সাইফউদ্দিন

তাকে নিয়ে পেস বোলিং অল-রাউন্ডারের শূন্যস্থান পূরণ করতে চেয়েছিল বাংলাদেশের ক্রিকেট। কিন্তু একের পর এক চোট আর ফর্মহীনতা মোহাম্মদ সাইফউদ্দিনকে ছিটকে দিয়েছে। চলতি বছরের কেন্দ্রীয় চুক্তি থেকেও তিনি বাদ পড়েছেন।  আগের কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন সাইফ।

এবার তার সঙ্গে বাদ পড়েছেন আরেক পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। এই দুজনকে চুক্তির বাইরে রাখার কারণ ব্যখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আজ শুক্রবার মিরপুর শেরে বাংলায় সাংবাদিকদের প্রধান নির্বাচক বলেন, ‘সাইফ উদ্দিন ইনজুরিতে আছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে লম্বা সময় ধরে সে ইনজুরিতে আক্রান্ত। বোর্ড ওকে নিয়ে যথেষ্ট সময় দিচ্ছে। লন্ডন থেকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। এখন ইতিবাচক দিক হলো যে সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। যখনই খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য ওকে পাওয়া যাবে, তখন চুক্তিতও আনব। ‘

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকা সত্ত্বেও চুক্তি থেকে বাদ পড়েছেন আবু জায়েদ। তবে তার ফর্মও তেমন একটা নেই। দলে জায়গা পেতেও লড়াই করতে হয়। বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে গেলেও দুই টেস্টের একটিতেও খেলার সুযোগ পাননি। রাহির বিষয়ে নান্নু বলেন, ‘রাহি অনেকদিন থেকে রেগুলার হতে পারছে না। ওকে তাই এবারের চুক্তির বাইরে রেখেছি। যদি আবার রেগুলার হয়ে যায়, তাহলে বলব চুক্তিতে নিয়ে আসতে। ‘

LEAVE A REPLY