উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে : যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া সম্প্রতি নতুন আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) কিছু অংশের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার এই পরীক্ষাকে ‘মারাত্মক উত্তেজনা বৃদ্ধি’ আখ্যা দিয়েছে ওয়াশিংটন।

পিয়ংইয়ং বলেছে, পর্যবেক্ষণ স্যাটেলাইট উন্নয়নের জন্য ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তারা উৎক্ষেপণ চালিয়েছে। তবে পেন্টাগন বলেছে, সম্ভবত পূর্ণপাল্লার আইসিএমবি উৎক্ষেপণের আগে এগুলো ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ।

আইসিএমবির সর্বনিম্ন পাল্লা পাঁচ হাজার ৫০০ কিলোমিটার।   এগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পারমাণবিক অস্ত্র বহনের জন্যই এগুলোর নকশা তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘নতুন আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত’ উত্তর কোরিয়ার পরীক্ষা দুটি।  

কোনো পরীক্ষাতেই আইসিএমবির পাল্লা কিংবা সক্ষমতা প্রদর্শন করা হয়নি। তবে ওই পরীক্ষাগুলো চালানো হয়েছে নতুন সিস্টেম মূল্যায়ন করতে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেছেন, এসব উৎক্ষেপণের কঠোর নিন্দা করেছে ওয়াশিংটন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক গৃহীত প্রস্তাবের লঙ্ঘন এগুলো। এসব কার্যক্রম উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে বলেও মনে করেন তিনি।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY