অবশেষে নিরবতা ভাঙলেন দোন্নারুম্মা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুম্মার ভুলে গোল হজম করে পিএসজি। ম্যাচের ৬১ মিনিটে দোন্নারুম্মার ভুল পাসে বল পেয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র, এই ব্রাজিলিয়ানের বাড়ানো পাসে গোল করেন করিম বেনজিমা।

এমন ভুলের পর ক্লাব ও সতীর্থরা তাঁর পাশে দাঁড়ালেও সমর্থকদের কাছ থেকে সমালোচনা শুনতে হয়েছে দোন্নারুম্মাকে।

প্রায় দুই দিন পার হলেও সমালোচনার কোনো জবাব দেননি তিনি। অবশেষে আজ নিরবতা ভেঙেছেন ইতালিয়ান এই গোলরক্ষক। টুইটারে পোস্ট করে তিনি বলেছেন,’চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়াটা কঠিন ধাক্কা ছিল। গত দুই দিন সহজ ছিল না, তবে আমরা এই কঠিন মুহূর্তগুলো থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসবো। এখন আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। লিগ শিরোপা কিভাবে জেতা যায় সেটা নিয়েই পরিকল্পনা সাজাতে হবে। পিএসজির জার্সি গায়ে আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। ‘ মার্কা

LEAVE A REPLY