দক্ষিণ আফ্রিকাতেও সাকিবকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে : পাপন

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার বিসিবি কার্যালয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিসিবি সভাপতিও সাকিবের ‘ছুটি’ এবং দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

পাপনের ভাষ্যমতে, আগামীকাল রবিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বিমানে উঠবেন সাকিব।

তিনি ওয়ানডে এবং টেস্ট―দুই ফরম্যাটের জন্যই প্রস্তুত। তবে তাকে কোনো ম্যাচে বিশ্রাম দেওয়ার সম্ভাবনার কথা জানালেন পাপন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সব ম্যাচেই অ্যাভেইলেবল সাকিব। আগামীকাল রাতে সে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এখানে কথা আছে, এমনও হতে পারে সেখানে কোনো ম্যাচে ওকে দলের বাইরেও রাখা হতে পারে। এটা নিয়ে হুলুস্থূল করার কিছু নেই। ‘

উল্লেখ্য, গত ৬ মার্চ বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না। এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছিল। তবে আজ সাকিব বললেন, ‘তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল। ‘

LEAVE A REPLY