আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে তাড়াতাড়ি ভালো হয়ে যাব : সাকিব

আইপিএলে দল না পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হলেও গত ৬ মার্চ হুট করেই বেঁকে বসেন সাকিব আল হাসান। বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাংবাদিকদের বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না! এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়। গত পরশু দেশে ফেরেন সাকিব। আজ শনিবার হুট করেই জানা যায়, রবিবার রাতে সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ছেন।

তাহলে তাঁর মানসিক সমস্যা কেটে গেল?

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নানা নাটকীয়তার পর আজ শনিবার মিরপুর বিসিবি কার্যালয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব। সেই বৈঠক শেষে সাংবাদিকদের পাপন জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। তিনি সেখানে দুই ফরম্যাটেই ‘অ্যাভেইলেবল’ আছেন। এরপর সাকিবও বলেন, তিনি এই সিরিজে খেলতে চান।  দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে সারিয়ে তুলতে পারে বলে মনে করেন এই অলরাউন্ডার।

সাংবাদিকদের সাকিব বলেন, ‘দেখেন কোনো কিছু আসলে এক-দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। আমি এখন ভালো অবস্থায় আছি। যেহেতু আমি জানি পুরো পরিষ্কার চিত্র আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গেলে হয়তো আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয়তো আপনি যখন ভিন্ন কোনো পরিবেশে যান আপনার মানসিকতাটা অনেক বদল হয়ে যায়। আশা করি সে রকম কিছু হবে ভালোভাবে। এবং দলের জন্য ভালো পারফর্ম করতে পারব। ‘

LEAVE A REPLY