নিষেধাজ্ঞার কারণে মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, সতর্ক করল রাশিয়া

রাশিয়া বলেছে- মহাকাশ স্টেশন সমুদ্রে কিংবা ভূমিতে ভেঙে পড়তে পারে।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান। আজ শনিবার তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিষেবা প্রদানকারী রুশ অংশের কার্যক্রম ব্যাহত করতে পারে।

তিনি আরো বলেছেন, ফলে মহাকাশ স্টেশনের রুশ অংশ- যা কক্ষপথ সংশোধন করতে সাহায্য করে; সেই অংশটি প্রভাবিত হতে পারে।

এতে করে ৫০০ টন কাঠামো সমুদ্রে কিংবা ভূমিতে পড়ে যেতে পারে।

সূত্র: এনডিটিভি।

LEAVE A REPLY