মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
রাশিয়াকে দেওয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-সেভেনভুক্ত দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বিষয়টি জানিয়েছেন। ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিশ্ববাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) নির্দেশনা অনুসারে, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা পাওয়া দেশগুলোর সঙ্গে বৈষম্য করা হয় না এবং বাজারে তাদের প্রবেশাধিকার সীমিতও রাখা যায় না।
মর্যাদাটি কেড়ে নেওয়ার ফলে ক্রমবর্ধমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রুশ পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করার পথ প্রশস্ত হলো।
জো বাইডেন বলেছেন, ন্যাটো সামরিক জোট, ইউরোপীয় ইউনিয়ন এবং জি-সেভেনভুক্ত দেশগুলোর সঙ্গে আলাপ করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তিনি আরো বলেছেন, (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) পুতিন যেহেতু নির্দয় হামলা অব্যাহত রেখেছেন; যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে এবং বৈশ্বিক পর্যায়ে রাশিয়াকে আরো বিচ্ছিন্ন করে দিতে কাজ করে চলেছে।
আগে থেকেই যুক্তরাষ্ট্রে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা নেই উত্তর কোরিয়া এবং কিউবার। এবার সেই তালিকায় রাশিয়া যুক্ত হলো।
জো বাইডেন বলেছেন, ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’-এর মর্যাদা কেড়ে নেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করা রাশিয়ার জন্য কঠিন হয়ে উঠবে।
তিনি আরো বলেছেন, আমাদের দেশে উৎপাদিত উচ্চ পর্যায়ের পণ্য কেনা তাদের জন্য আরো কঠিন করে তুলব। আমরা রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি নিষিদ্ধ করছি।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি, দামি পোশাক, দামি অ্যালকোহলসহ আরো বেশ কিছু ভোগ্যপণ্য রাশিয়ার এলিট শ্রেণি ক্রয় করে থাকে।
নির্বাহী আদেশের অধীনে রাশিয়া থেকে সামুদ্রিক খাবার, স্পিরিট/ভদকা এবং নন-ইন্ডাস্ট্রিয়াল হীরা আমদানির অনুমতি থাকছে না।
এদিকে ক্যামেল ও লাকি স্ট্রাইক সিগারেট প্রস্তুতকারী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি (বিএটি) গতকাল শুক্রবার জানিয়েছে, রাশিয়া থেকে তারা চলে যাবে। কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ব্রিটিশ বহুজাতিক তামাক কম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জেরে পশ্চিমা কম্পানিগুলো রাশিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক কম্পানিটি।
সূত্র: আল-জাজিরা।