ইউক্রেনের অস্ত্রের চালানে হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনকে দেওয়া বিভিন্ন দেশের অস্ত্রের চালানে হামলার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই হুমকি দিয়েছেন। 

তিনি বলেন, পশ্চিমা দেশ থেকে ইউক্রেনে পাঠানো অস্ত্রের চালানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে রুশ সেনারা।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে রিয়াবকভ বলেন, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করেছি। দেশটি বিভিন্ন দেশ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করছে। এটা শুধু ভয়ঙ্কর পদক্ষেপই নয়, এটি এমন এক পদক্ষেপ যা ওই অস্ত্রবাহী যানগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত করবে।  

তিনি বলেন, ইউক্রেনে পোর্টেবল আকাশ প্রতিরক্ষা, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেমসহ এমন অন্যান্য অস্ত্রের এই বেপরোয়া হস্তান্তরের ফলে যে পরিণতি হতে পারে সে সম্পর্কে আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছি।

তিনি অভিযোগ করেন, রাশিয়ার সতর্কতা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। 

সূত্র: মেট্রো নিউজ

LEAVE A REPLY