নতুন পেস বোলিং কোচকে নিয়ে যা বললেন ডমিঙ্গো

দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে শুরু হতে যাচ্ছে টাইগারদের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের যাত্রা। বাংলাদেশের কোচিং স্টাফে অনেক দিন ধরেই প্রোটিয়াদের প্রাধান্য। হেড কোচ রাসেল ডমিঙ্গোও প্রোটিয়াজ।  দক্ষিণ আফ্রিকার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি অ্যালান ডোনাল্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ডমিঙ্গোর মতে, ডোনাল্ডের দ্বারা টাইগার পেসাররা ভীষণ উপকৃত হবেন।

‘স্পোর্টস ২৪’-কে দেওয়া সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী ডমিঙ্গো বলেন, ‘অ্যালান একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার। এখন সে কোচ হিসেবে খুব অভিজ্ঞ। অনেক দল এবং অনেক পর্যায়ের কোচিংয়ে সে দারুণ কাজ করেছে। যে কারণে তাকে নানা দেশ ঘুরতে হয়েছে এবং সেখানকার কন্ডিশনও তার জানা। সে বিশ্বের অনেক পেসারের সঙ্গে কাজ করেছে এবং আমি আবারও তার সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। ‘

ডমিঙ্গো আরো বলেছেন, ‘সে আমাদের তরুণ বোলারদের জন্য অনুপ্রেরণা হবে এবং তারা ধারাবাহিকভাবে উন্নতি করতে থাকবে। এই তরুণদের জন্য অ্যালানের অভিজ্ঞতা দুর্দান্ত কাজে দেবে। ‘ আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে ডমিঙ্গোর ভাষ্য, ‘আমরা জানি দক্ষিণ আফ্রিকা সফর কতটা কঠিন হতে যাচ্ছে। তবে আমরা শুধু সাদা বলেই ফোকাস করছি বললে বোকামি হবে। আমরা উভয় ফরম্যাটেই ভালো করতে পারি। ‘

LEAVE A REPLY