জিম্বাবুয়ে পুরুষ দলের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের মেয়েরা

ছবি : এএফপি

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম ম্যাচে বাংলাদেশের কাছে আজ ৯ রানে হেরেছে পাকিস্তান। এমন হারে বড় লজ্জার রেকর্ডে তারা ভাগ বসিয়েছে। পুরুষ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি টানা ১৮ ম্যাচ হারল পাকিস্তান নারী দল। পুরুষ ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারের নজির আছে জিম্বাবুয়ের।

 আগামী ২১ মার্চের ম্যাচে উইন্ডিজের কাছে হেরে গেলেই রেকর্ডটি এককভাবে পাকিস্তান নারী দলের হয়ে যাবে!

১৯৭৩ সালে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আর ১৯৯৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে পাকিস্তান নারী দল। নিজেদের প্রথম আসরে গ্রুপ পর্বে ৫ ম্যাচ খেলে সবগুলোতেই তারা হেরেছিল। এরপর ২০০০ ও ২০০৫ সালে খেলার সুযোগ পায়নি পাকিস্তান। ২০০৯ সালে আবারও বিশ্বকাপে গিয়ে প্রথম জয়ের স্বাদ পায় এশিয়ার দলটি। ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে তারা ৫৭ রানে হারায়। ১ জয়েই তার সুপার সিক্সে উঠেছিল!

সুপার সিক্সে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পায় পাকিস্তান। ২০০৯ সালের ১৪ মার্চের ওই ম্যাচে তারা উইন্ডিজকে হারিয়ে দেয়। সুপার সিক্সের পাঁচ ম্যাচে তাদের ওই একটাই জয়। উইন্ডিজের বিপক্ষে ওই জয়ের পর আজ পর্যন্ত বিশ্বকাপে আর কোনো জয়ের দেখা পায়নি পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে টানা ১৮ ম্যাচে তারা শুধু হেরেই গেছে। এর মাঝে ২০০৯ সালের আসরে চারটি, ২০১৩ সালে তিনটি, ২০১৭ সালের আসরে সাতটি এবং এবারের আসরে টানা চার ম্যাচ হেরেছে।

LEAVE A REPLY