বাংলাদেশে ঢুকেই যে ভুলটি করে বসেন সানি লিওনি

সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার

বাংলাদেশে ঢুকেই সানি লিওনি একটি পোস্ট দিয়েছিলেন। মূলত তিনি বাংলাদেশে, এ তথ্য জানাতেই বিমানবন্দরের ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা  হোর্ডিংয়ের পেছনে দাঁড়িয়ে নিজস্ব পোজে ছবি তুলেছিলেন বলিউড অভিনেত্রী।

ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি। ’ এর পরেই সানি লিওনি আসল ভুলটি করে বসেন।

হ্যাশট্যাগ দিয়ে কয়েকটি শব্দ ব্যবহার করে বাংলাদেশ লিখতেই বানান ভুল করে ফেলেন। লিখে বসেন, ‘Bangledesh!’

আর এই ভুল নিয়েই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে নেটিজেনদের একাংশ। অনেকেই বলতে শুরু করেন, ‘সানি লিওনি তো দেশে ঢুকেই নাম বদলে ফেললেন। ’ 

অনেকেই বলছেন, ‘বাংলাদেশে ঢুকেই প্রথম ভুলটি করে বসলেন, এটা কেমন কথা?’ এমন নানা মন্তব্যে সরব থাকে দেশের সোশ্যাল মিডিয়া অঙ্গন।

একটি বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায় এসেছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনি। প্রায় ১৬ ঘণ্টা অবস্থান শেষে রবিবার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ভারতে ফিরে গেছেন। সানি লিওনির বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়।

একটি সিনেমার শুটিংয়ের জন্য সানি লিওনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

কারণ হিসেবে বলা হয়, সানি লিওনি তার পরিচয় (নাম) গোপন করে ভিন্ন নামে, নিজেকে মার্কিন নাগরিক দেখিয়ে অনুমতি নেন। তথ্য মন্ত্রণালয় বিষয়টি জানার পর তার (সানি লিওনি) ওয়ার্ক পারমিট বাতিল করে। এমন পরিস্থিতিতে সানির ঝটিকা ঢাকা সফর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তথ্যমন্ত্রীর দেওয়া এই বক্তব্যের পরের দিনই সানি লিওনি বাংলাদেশে আসেন। ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন সানি ও তার সঙ্গীরা।

LEAVE A REPLY