নতুন নিয়মে মাঠে গড়াবে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হবে ২৬ মার্চ। আসর শুরুর আগে বেশ কয়েকটি নিয়ম বদলে ফেলা হয়েছে। এমনকি বদলে গেছে সুপার ওভারের নিয়মও। সোমবার প্রজ্ঞাপন জারি করে এ পরিবর্তনগুলোর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কভিডের কারণে কোনো দলে যদি কমপক্ষে ১২ জন খেলোয়াড় (এর মধ্যে সাতজন অবশ্যই ভারতীয় এবং একজন অতিরিক্ত) না থাকে, তাহলে তারা মাঠে নামতে পারবে না। মৌসুমের পরবর্তী সময়ে এই ম্যাচটি আয়োজনের চেষ্টা করবে বিসিসিআই। তা সম্ভব না হলে, সেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে আইপিএল টেকনিক্যাল কমিটি। এদিকে, আইপিএলে রিভিউ সিস্টেম চালুর পর থেকে এতো দিন প্রতি ইনিংসে একটি করে রিভিও নেওয়া যেতো। তবে এখন থেকে প্রতি ইনিংসে নেওয়া যাবে দুইটি করে রিভিউ।

এমসিসির দেওয়া নতুন প্রস্তাবনা আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর হবে ১ অক্টোবর থেকে। তবে এর আগেই আইপিএল কর্তৃপক্ষ নিয়মটি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। ফলে, ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটার নিজেদের ক্রস করলেও, নতুন ব্যাটারই থাকবেন স্ট্রাইকে। এক্ষেত্রে শুধুমাত্র ওভারের শেষ বলে আউট হলে নতুন ব্যাটার নন-স্ট্রাইকে থাকবেন।

এছাড়া টুর্নামেন্টের প্লে-অফে যদি সুপার ওভারের পরেও ম্যাচের নিষ্পত্তি না হয়, সেক্ষেত্রে প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিল দেখা হবে। অর্থাৎ প্রথম রাউন্ডে টেবিলের ওপরে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে।

LEAVE A REPLY