এটা কেউ অস্বীকার করবে না যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হলো আইপিএল। এতে ব্যাপক হারে টাকার ওড়াউড়ি দেখা যায়। যে কারণে বিশ্বের সব ক্রিকেটারই আইপিএলে খেলার জন্য নিলামে লড়াই করে। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাধ্যমে আইপিএলকে টেক্কা দিতে চান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
বিজ্ঞাপনপিএসএলে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছেন তিনি। সেটা বাস্তবায়িত হলে নাকি আর কেউ আইপিএল খেলতেই যাবে না!
রামিজ বলেন, ‘আমাদের আর্থিকভাবে আরো সক্ষম হতে হবে। তার জন্য পিএসএলকেই পাখির চোখ করতে হবে। আগামী বছর থেকে ড্রাফ্টের জায়গায় নিলাম পদ্ধতিতে ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা করছি। বাজার অনুযায়ী আমাদের বদলাতে হবে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা টাকার খেলা। যত তাড়াতাড়ি আমরা আর্থিকভাবে সবল হব, তত বেশি পাকিস্তানের সম্মান বাড়বে। ‘
পিসিবি চেয়ারম্যান আরো বলেন, ‘নিলামের পদ্ধতিতে ক্রিকেটার কেনা হলে দলগুলোকে বেশি খরচ করতে হবে। ক্রিকেটাররাও বেশি টাকা পাবে। তার পরে দেখব কারা আইপিএল খেলতে যায়। ‘
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পরে বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বেশ জনপ্রিয়। সদ্যঃসমাপ্ত পিএসএলের আসরও বেশ আলোচিত হয়েছিল।