ইউক্রেনের শরণার্থীদের ডেনমার্কে প্রবেশে বাধা দিচ্ছে সে দেশের সীমান্ত পুলিশ। প্রতিদিন ১০-২০ জন শরণার্থী এ রকম বাধার মুখে পড়ছে। অভিযোগ পাওয়া গেছে, যাদের অনুমোদিত পাসপোর্ট নেই এবং শরণার্থীদের মধ্যে যারা ডেনমার্ককে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে অন্য দেশে যেতে চায়, তাদের বাধা দেওয়া হচ্ছে।
ডেনমার্কের গণমাধ্যম দৈনিক জিল্যান্ডস-পোস্টেন জানায়, গত শুক্রবার থেকে প্রায় ২৫০ জন ইউক্রানীয় শরণার্থীকে বিতাড়িত করা হয়েছে।
সীমান্ত পুলিশ শরণার্থীদের জার্মানির কিয়েল বন্দর থেকে ফেরিতে করে সুইডেনে যাওয়ার পরামর্শ দিচ্ছে।
এ বিষয়ে ডেনমার্কের মাইগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ডেনমার্কে প্রবেশের জন্য একটি বায়োমেট্রিক পাসপোর্ট লাগবে। এই সিদ্ধান্তের কারণে এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ডেনমার্কের অভ্যন্তরেই এ বিষয় নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে বিশেষজ্ঞদের মতে, প্রচলিত আইনের ফাঁক-ফোকরই এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
আগামী বৃহস্পতিবার ইউক্রেনীয় শরণার্থীদের জন্য আবাসনের অনুমতি সংক্রান্ত একটি আইন ডেনমার্কের পার্লামেন্টে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পুরনো পাসপোর্টসহ ইউক্রেনীয়দের ডেনমার্কে প্রবেশ ছাড়াও বসবাসের জন্য দরজা খুলে দিতে পারে।