নাঈম-শাবনাজের ব্যস্ততা

চিত্রনায়ক নাঈমের প্রযোজনায় এর আগে নাটক, টেলিফিল্ম নির্মিত হয়েছে। দীর্ঘ বিরতির পর নাঈম শাবনাজের প্রযোজনায় ‘নাঈম প্রোডাকশনের ব্যানারে রোজা ও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মিত হতে যাচ্ছে।

এসব অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট ও আরকে সিরামিক্স।

এরইমধ্যে নাঈম-শাবনাজের উপস্থিতিতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি সহযোগিতায় এবং আরকে সিরামিক্সের কারিগরি সহযোগিতায় পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ উপকরণ, প্রযুক্তি, টাইলস ও স্যানিটারি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। তার আগে এক আলোচনায় সভায় অংশ নেন নাঈম-শাবনাজ, এইচবিআরইর মহাপরিচালক আশরাফুল আলম ও আরকে সিরামিক্সের সিইও অ্যান্ড সিএফও সাধন কুমার দে।

এ প্রসঙ্গে নাঈম-শাবনাজ বলেন, এমন একটি উদ্যোগের শুরুর মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এইচবিআরআই ও আরকে সিরামিক্সকে।

এইচবিআরআইয়ের মহাপরিচালক আশরাফুল আলম বলেন, সরকারি নির্মাণ প্রকল্পগুলো প্রসারে প্রতিটি স্থাপনাকে দীর্ঘস্থায়ী ও মজবুত করার পূর্বশর্তই হচ্ছে দক্ষ নির্মাণ শ্রমিক ও সঠিক সামগ্রী ব্যবহার করা।

আরকে সিরামিক্সের সিইও অ্যান্ড সিএফও সাধন কুমার দে বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এবং আরকে সিরামিক্সের যৌথ উদ্যোগে নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা গর্বিত।

এই চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর। পাঁচ বছরে কম করে হলেও ২৫টি কর্মশালা হবে। কর্মশালা বাস্তবায়নে নাঈম-শাবনাজের প্রযোজনা সংস্থা ও আফতাব বিন তমিজের প্রযোজনা সংস্থা অ্যাডপয়েন্ট দায়িত্ব পালন করবে। এরইমধ্যে এইচবিআরআইয়ের সহযোগিতায় আরকে সিরামিক্স নিবেদিত ‘আমার স্বপ্ন আমার ঘর’ অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।

LEAVE A REPLY