নাসিরুদ্দিন শাহর ভাতিজি সায়রা উপনির্বাচনে সিপিএম প্রার্থী

বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাতিজি সায়রা শাহ হালিম এবার কর্পোরেট চাকরি ছেড়ে রাজনীতিতে নাম লেখালেন।

পশ্চিমবঙ্গের বালিগঞ্জ আসনের উপনির্বাচনে বাম মনোনীত সিপিএম প্রার্থী হচ্ছেন তিনি। বুধবার দুপুরে বামফ্রন্টের পক্ষ থেকে নাম ঘোষণার পরে সন্ধ্যাতেই প্রচারে নেমে পড়ছেন সায়রা। খবর আনন্দবাজার পত্রিকার।

আগে স্বামীর হয়ে নির্বানী প্রচারে অংশ নিয়েছেন তিনি। কিন্তু এবার নিজেই প্রার্থী হয়ে যাওয়ার পরে এই লড়াইটাকে ‘ভীষণ চ্যালেঞ্জিং’ মনে হচ্ছে।

সায়রার কলকাতাতেই জন্ম। কিন্তু লেখাপড়া, বড় হওয়া দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে।ইংরেজি সাহিত্যের ছাত্রী সায়রা কাজ চালানোর মতো বাংলা বলতে পারেন।

সায়রা অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাতিজি। তার বাবা জমিরুদ্দিন শাহ ছিলেন ভারতীয় সেনা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।

সৈনিক বাবার মেয়ে হিসেবে ছোটবেলাটাই কেটেছে দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে। একেবারে ছেলেবেলাটা কেটেছে কলকাতার রেস কোর্সের কাছে সেনা কোয়ার্টারে।

এর পরে জমিরুদ্দিন মেয়েকে ভর্তি করে দেন উটির লরেন্স স্কুলে। সেখানে পাঠ শেষ হতে না হতেই সায়রার বাবা ভারতীয় কূটনীতিক হিসেবে সৌদি আরবে চলে যান।

ফলে সায়রা একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন রিয়াদের এক স্কুলে। এর পরে কলেজ আবার রাজস্থানের অজমেরে। ইংরেজি সাহিত্যের ছাত্রী সায়রা নিজের জন্ম শহর কলকাতায় ফেরেন বিবাহসূত্রে।

LEAVE A REPLY