নাশকতার পরিকল্পনাকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শতাধিক দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামের রমজান সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- উল্টাডাব গ্রামের রমজান সরকারের ছেলে আনোয়ার হোসেন (৫০), আনোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম (২০), কবিরুল ইসলাম (১৮) ও লিটন সরকারের ছেলে জাহিদ হোসেন (১৮)।
বুধবার দুপুরে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি পক্ষ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ অভিযানে রামদা, ফালা, ঢালসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া হত্যা মামলার এ ৪ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আটক দেখিয়ে বুধবার দুপুরে সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি আরও জানান, উল্টাডাব গ্রামে জাকারিয়া গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে চলছে। পূর্ব বিরোধের জের ধরে এ দুই পক্ষের মধ্যে খুন, পুলিশের ওপর হামলাসহ ২৪/২৫টি মামলা রয়েছে। আটক সবাই জাকারিয়া গ্রুপের লোক ও আনিস হত্যা মামলার আসামি। প্রায় ১ বছর আগে এ হত্যার ঘটনা ঘটে।