রুটি কিনতে গিয়ে ইউক্রেনে প্রাণ গেল ১০ জনের

ইউক্রেনের চেরনিহিভে বুধবার স্থানীয় সময় সকালে রুটির দোকানের সামনে লাইন ধরেছিলেন সাধারণ মানুষ। 

রুটির দোকানের সামনে দাঁড়ানো মানুষকে লক্ষ্য করে রকেট অথবা মর্টার শেল ছোড়ে রুশ সেনারা। তাদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এমন দাবি করেছে কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। 

তারা একটি টুইটে জানায়, রাশিয়ার সেনারা চেরনিহিভে ১০ জনকে  হত্যা করেছে। যারা রুটি কিনতে লাইনে দাঁড়িয়েছিল। এমন ভয়ানক আক্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা করার দরকার তার সবই করার চেষ্টা করছি আমরা। 

যে স্থানে হামলায় ১০ জন নিহত হওয়ার কথা বলা হচ্ছে সে স্থানটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম সিএনএন। তারা জানিয়েছে, সাধারণ মানুষের একটি দলের ওপর রকেট বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। 

স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছে ওই হামলায়  ১০ জন মারা গেছেন। 

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর প্রথম হামলা করে রাশিয়া। ওইদিন বিশেষ সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া হামলা করার পর তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ইউক্রেনীয়রাও। ফলে  দিন গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়তে থাকে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY