এফডিসিতে ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এফডিসির জহির রায়হান ল্যাবরেটরির সামনে কেক কাটেন তারা।

এ সময় মশিউর রহমান রাঙ্গা এমপি, ১৯ সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সহ-সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, কার্যকরী সদস্য জেসমিন, কেয়া, সাদিয়া মির্জা, জয়া চৌধুরীসহ ১৯ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রিয়াজ ও নিপুণের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

LEAVE A REPLY