মাশরাফি-ডমিঙ্গোর কথার লড়াই থামছেই না!

প্রায় তিন বছর হয়ে গেল, রাসেল ডমিঙ্গো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। নিঃসন্দেহে তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ভীষণ অজনপ্রিয়। কখনো শোনা যায় তাকে বরখাস্ত করা হয়েছে, আবার কখনো শোনা যায় নামাকওয়াস্তে রাখা হয়েছে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গেও তার কথার লড়াই চলছে।

মাঝেমধ্যেই একে অন্যের বিরুদ্ধে মিডিয়ার কাছে নানা রকম মন্তব্য করে যাচ্ছেন। আজ যেমনটা করলেন মাশরাফি।

মিরপুর শের-ই-বাংলায় ডিপিএল উপলক্ষে অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘ও কী কাজ করেছে, সেটা তো আমি জানি না। দল সফল হলে সেটা তার কৃতিত্ব। এটা খুব স্বাভাবিক ইস্যু। আমি ওর সঙ্গে কাজ করিনি। তিনটা ম্যাচ শুধু, তাই কথা বলার সুযোগ কম। তবে যত ম্যাচ আমরা হেরেছি সেই দায়টাও তাকে নিতে হবে। আমরা অনেক ম্যাচ এখানে (মিরপুরে)  হেরেছি, যেগুলো হারার কথা ছিল না। নিউজিল্যান্ডে যেটা জিতেছি, সেটা আমাদের জেতার কথা ছিল না। ‘

মাশরাফি আরো বলেন, ‘সব মিলিয়ে আমি মনে করি…দেখা যাক সামনে কত দূর থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যর্থতার পাল্লাটা ওর বেশি ভারী। কারণ বাংলাদেশ দল ওই সময়ের মধ্যে নেই যে পরীক্ষা-নিরীক্ষা করবে। এখন বাংলাদেশের যারা দর্শক আছে, তারা সফলতা চায়। আপনারা ও ক্রিকেট বোর্ড সফলতা চায়। সেখানে নতুন কোচ এসে পরীক্ষা-নিরীক্ষা করার জায়গা এটা না। বাংলাদেশ ক্রিকেটের এখন পারফরম্যান্স করার সময়। ওয়ানডে ক্রিকেটে কিন্তু সব মিলিয়ে ছয়-সাত বছর ভালো পারফর্ম করে আসছে। অন্য ফরম্যাটগুলোতেও কিন্তু একই অবস্থা। ‘

জাতীয় দলের কোচ পরিবর্তন করা উচিত কি না, এমন প্রশ্নে ম্যাশ বলেন, ‘এটা তো আসলে বিসিবির সিদ্ধান্ত। আমার কাছে মনে হয়েছে তাই বলছি, এখন পর্যন্ত ওর ব্যর্থতার পাল্লা ভারী বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাকে নিয়ে খেলোয়াড়দের অভিযোগ আছে। প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আপনার ড্রেসিংরুমে খুশি থাকা। সেটা যদি থেকে থাকে তাহলে ভালো। আমার কাছে সেটা মনে হয়নি। এ জন্য খোলা মনে বললাম এটা। ডমিঙ্গোর বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের পাল্লা বেশি ভারী নয়। স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তার সাফল্যের পাল্লা ভারী ছিল। বিসিবি যদি তাকে নিয়ে সন্তুষ্ট থাকে তাহলে খুব ভালো। এটা বোর্ডের সিদ্ধান্ত। ‘

LEAVE A REPLY