প্রতিপক্ষের ব্যাপারে তথ্য দিচ্ছেন ডোনাল্ড-মরকেলরা

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, পাওয়ার হিটিং কোচ অ্যালবি মরকেল―সব প্রোটিয়াকে নিয়ে প্রোটিয়া সফরে গেছে বাংলাদেশ। যেখানে টাইগাররা কখনোই জয়ের দেখা পায়নি। এমন একটা কঠিন কন্ডিশনে কোচেরাই হয়ে উঠেছেন তামিমদের ত্রাতা। তারা সবাই প্রতিপক্ষের ক্রিকেটার এবং কন্ডিশন সম্পর্কে ধারণা দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের সঙ্গে ডোনাল্ড নতুন জয়েন করেছেন। অ্যালবি মরকেল দুই-দিন ধরে অনুশীলনে আছেন। তো চেষ্টা করছি সবাই সবার মতো করে তাদের কাছ থেকে যতটুকু সম্ভব নেওয়ার। মাঠের ব্যাপারে মানে চেজ করলে ভালো না ব্যাটিং করলে ভালো? এ ছাড়া বিপক্ষের ক্রিকেটারদের ব্যাপারেও জানার চেষ্টা করছি। আর উনারা বেশ সহযোগিতাও করছেন। ‘

তবে শুধু পরিকল্পনা করলেই যে হবে না, সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন তামিম, ‘কিন্তু আমি সব সময়ই একটা কথা বলি, এসব কিছু যতই থাকুক, মাঠের বিষয়টাই দিন শেষে গুরুত্বপূর্ণ। আপনি খেলার আগে অনেক তথ্য পেতে পারেন; কিন্তু মাঠে গিয়ে কিভাবে চাপটা নিচ্ছেন বা মানিয়ে নিচ্ছেন, কিভাবে পরিকল্পনাগুলোকে সফল করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কাল প্রথম ম্যাচ সিরিজের, আমি আশা করব আমরা খুব ভালো ম্যাচ পাব। ‘

LEAVE A REPLY